School Inspectors of West Bengal এই website টি Launching এর মাধ্যমে সমিতির দীর্ঘ দিনের একটি স্বপ্ন বাস্তবায়িত হল। ১৭-০৮-২০১৩ তারিখের কেন্দ্রীয় কমিটির সভায় এ বিষয়ে প্রথম আলোচনা হয়, পরবর্তীতে ২০১৪, ২০১৫,২০১৬ সালেও সমিতির সাধারণ সভায় বিষয়টি উল্লেখিত হয়েছিল।
যাই হোক ২০২২ সালে ৪২ তম দ্বি বার্ষিক রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে বর্তমান নেতৃত্ব যে কয়েকটি বিষয়ে অঙ্গীকার করেছিলেন, তার একটি সমিতির একটি স্বয়ং সম্পূর্ণ Website, যা শিক্ষা জগতের বিশিষ্ট জনের উপস্থিতিতে আজ আলোর মুখ দেখল।
কোনো রকম Agency র সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ রূপে সমিতির সদস্যদের নিজেদের Technical and Advisory তেই এর সৃজন – একজন সমিতি সদস্য হিসাবে এটা আমাদের অহংকারের, গর্বের দৃপ্ত চারণা। Website টির বিশেষত্ব হল Bengali / English / Nepali এই তিনটি ভাষাতেই একে Switch Over করা সম্ভব। Darjeeling, Kalimpong Hill area র সমিতি সদস্যদের সুবিধার্থে Nepali Medium এ Switch করা যেতে পারে।
বিদ্যাসাগর মহাশয়ের উত্তর সূরি হিসাবে পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতিও বর্তমান সময়ে যুগোপযোগী শিক্ষার প্রসার মাধ্যম হিসাবে এই ওয়েবসাইটকে ব্যবহার করতে চায়। সকল শুভানুধ্যায়ীর শুভেচ্ছা পাথেয় করে আজ থেকে সর্ব সাধারণের জন্য Website টি খুলে দেওয়া হল।
আমরা চলি সমূখ পানে
কে আমাদের রুখবে?
— Animesh Debnath,
General Secretary, PBVPS.